দিনাজপুর এর খানসামা উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী রাষ্ট্রিয় মর্যাদায় সমাধিত করলো খানসামা উপজেলা প্রসাশন। দিনাজপুর জেলার খানসামা উপজেলায় দুহশুহ গ্রামের দলিল উদ্দিন চৌধুরীর চতুর্থ পুত্র বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী গতকাল ঢাকার একটি হাসপাতালে হার্ট জনিত রোগে মারা যান। আজ বুধবার দুহশুহ হাইস্কুল মাঠে সকাল ১১টার দিকে মৌয়তের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই সময় খানসামা উপজেলার মুক্তিযোদ্ধার কমান্ডার মকলেছুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম , খানসামা থানার অফিসার ইনচার্স আব্দুল মতিন প্রধান, বিএন পির খানসামা চিরির বন্ধরের গণ মানুষের নেতা আখতারুজ্জামান (প্রাপ্তন এমপি), খানসামা উপজেলার আঃলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, বি এনপির নেতা শিল্পপতি হাফিজুর রহমান, রবিউল ইসলাম তুহিন সহ হাজারো মানুষের ঢল ছিলো জানাজার নামাজে।
Like this:
Like Loading...