জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাবেক সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসনে (চট্টগ্রাম-৮ বায়ালখালী-চাদগাঁও) উপ-নির্বাচন আগামী ১৩ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর রোববার (০১ ডিসেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটের তফসিল ঘোষণা করেন।
তিনি বলেন, নির্বাচনে মনোননয়নপত্র দাখিলের শেষ সময় ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার), বাছাই ১৫ ডিসেম্বর (রোববার), প্রত্যাহার ২২ ডিসেম্বর (রোববার)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৯২ জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
Like this:
Like Loading...