নিউজ ডেস্ক, চট্টগ্রাম :: রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন এর পক্ষ থেকে রোটারিয়ান , চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নিওনেটোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসার ওয়াজির আহমদ হাসপাতালে কর্মরত চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের জন্য দুই হাজার সার্জিক্যাল ফেইস মাস্ক, তিন কার্টুন হ্যান্ড স্যানিটাইজার উপহারস্বরূপ প্রদান করেন। হাসপাতালের পক্ষে উপহারগুলো গ্রহণ করে ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, ট্রেজারার রেজাউল করিম আজাদ, উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আলী আশরাফ, এসএম কুতুবউদ্দিন, জাকির হোসেন তালুকদার, হাসপাতাল পরিচালক (প্রশাসন) ডাক্তার মোঃ নুরুল হক, মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসার এস এম মোস্তাক আহমদ, উপ পরিচালক (প্রশাসন) ডাক্তার এ কে এম আশরাফুল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার অনুরূপ চৌধুরী, অনকোলজি বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক ডাক্তার শেফাতুজজাহান, ইমাম রাজি ইবনে জাহেদ প্রমুখ।